প্রকাশিত: Thu, Jul 27, 2023 10:33 PM আপডেট: Mon, Jan 26, 2026 9:00 AM
[১]শান্তি সমাবেশ করবে ছাত্র, যুব ও স্বেচ্ছাসেবক লীগ, তবে কেউ নৈরাজ্য করলে দাঁতভাঙ্গা জবাবের হুঁশিয়ারি
এম এম লিংকন: [২] আওয়ামী লীগের এই তিন সহযোগী সংগঠন যৌথভাবে সমাবেশ করবে বায়তুল মোকাররমের দক্ষিণ গেইটে।
[৩] নেতারা বলছেন, আমরা বিএনপিকে অনুসরণ করছি না। বিএনপিকে পাল্টা জবাব দেওয়ার জন্য মাঠে থাকছি না। তারুণ্যের সমাবেশের নামে তারা অগ্নিসন্ত্রাসের রাজনীতি করছে। আমরা শান্তি প্রতিষ্ঠায় জনগণের নিরাপত্তা নিশ্চিতে এ শান্তি সমাবেশ করছি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উপস্থিত থাকবেন।
[৪] বৃহস্পতিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, দেশের মানুষের কল্যাণে প্রয়োজনে আত্মাহুতি দেব, তবুও আমরা তাদের হাতে দেশ তুলে দেব না। এ সময় তিনি নিজেদের সংগঠন ছাড়াও দেশের তরুণ– যুবসমাজ দলে দলে শান্তি সমাবেশে উপস্থিত হয়ে তাদের প্রতি সমর্থন জানাবেন বলে আশা প্রকাশ করেন।
[৫] বিএনপিকে শান্তিপূর্ণভাবে সমাবেশ করার আহ্বান জানিয়ে স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন বলেন, না হলে রাজপথে আপনাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
[৬] ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হুসাইন বলেন, জনগণের জানমালের ক্ষতি করে যারা রাজনীতি করতে চায়, দেশের মানুষের রায় না পেয়ে বাইরের সাহায্য নিয়ে রাজনৈতিক বিশৃঙ্খলা করতে চায়, তাদের বিরুদ্ধে আমরা লড়াই করতে চাই। বৃহত্তর ছাত্র ঐক্যের মাধ্যমেই তাদের রাজনীতি স্থায়ীভাবে নিষিদ্ধ করব।
[৭] স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বলেন, বিএনপি তারুণ্যের সমাবেশের নামে বিভিন্ন জায়গায় হামলা করেছে। অগ্নিসন্ত্রাসের রাজনীতি করছে। আমরা শান্তি সমাবেশ করবো। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
আরও সংবাদ
[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন
[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের
[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের
[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল
[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
[১]জামায়াত নিষিদ্ধ নিয়ে মির্জা ফখরুল বললেন, স্বৈরাচার সরকাররা এ ধরনের সিদ্ধান্ত নেয়
[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন
[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের
[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের
[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল
[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি